মাছের রাজা ইলিশ। আর ইলিশ মাছের একটি অন্যতম সেরা পদ হলো ইলিশ পাতুরি। আসুন আজকে দেখে নিই খুব সহজে কিভাবে বানানো যায় জিভে জল আনা এই ইলিশ মাছের রেসিপি।
প্রত্যেক বাঙালির কাছেই অত্যন্ত আদরের পদ ইলিশ মাছের পাতুরি। ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে এর স্বাদ এক অদ্ভুত অনুভূতি।
উপকরণ (Ingredients):
- ইলিশ মাছ - 6 পিস
- নারকেল কোরা - 4 টেবিল চামচ
- সাদা সরষে - 2 টেবিল চামচ
- কালো সরষে - 2 টেবিল চামচ
- পোস্ত - 1 টেবিল চামচ
- টক দই - 3 টেবিল চামচ
- গোটা কাঁচা লঙ্কা - বেশ কয়েকটি
- হলুদ
- নুন
- সরষে তেল
- মোড়ানোর জন্যে কলা পাতা ও সুতো
প্রণালী (Instructions):
- ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রাখুন।
- সরষে আর পোস্ত আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে একটু নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে পেস্ট বানিয়ে নিন।
- এবার একটি পাত্রে এই পেস্ট, দই, কোরানো নারকেল, স্বাদমতো নুন, হলুদ ও সরষের তেল একসাথে ভালো করে মিশিয়ে নিন।
- ইলিশ মাছের পিস গুলো এবার ওই পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিন।
- কলা পাতা চৌকো করে কেটে জলে ধুয়ে ভালো করে মুছে নিয়ে গ্যাসের আঁচে হালকা করে সেকেঁ নিন। এতে পাতা নরম হয়ে আসবে। লক্ষ্য রাখবেন যাতে পাতা পুড়ে না যায়।
- পাতুরি বসাতে হবে পাতার উল্টো দিকে অর্থাৎ অমসৃন দিকে। তাই পাতার উল্টো দিকে তেল মাখিয়ে নিন।
- ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ এক পিস করে পাতায় রেখে ওপরে ও নিচে পেস্ট একটু মাখিয়ে দিয়ে 2 টি কাঁচা লঙ্কা দিয়ে পাতা ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন।
- তাওয়া গরম করে 1/2 টেবিল চামচ তেল দিয়ে পাতায় মুড়ে রাখা মাছ তেলে দিয়ে ঢাকা দিতে হবে।
- 8-10 মিনিট পর ঢাকা খুলে উল্টে দিয়ে অন্য পিঠ 8-10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। পাতা হালকা পোড়া হয়ে আসবে।
- তৈরি হয়ে গেল ইলিশ পাতুরি। একটু ঠান্ডা হলে সুতো বাঁধা সমেত গরম ভাতের সাথে পরিবেশন করুন।
রেসিপিটি আপনার কেমন লাগলো? আমাদের জানান নিচের ইমোজির মাধ্যমে।
রেসিপিটি আপনার ভাল লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে।
0 Comments